logo

বড়সড় সাফল্য পেল কৈলাসহর ইরানি থানার পুলিশ ও বোম্বাই পুলিশ। মুম্বাই এয়ারপোর্ট ইমিগ্রেশনের সহায়তায় দীর্ঘদিনের পলাতক আ

বড়সড় সাফল্য পেল কৈলাসহর ইরানি থানার পুলিশ ও বোম্বাই পুলিশ। মুম্বাই এয়ারপোর্ট ইমিগ্রেশনের সহায়তায় দীর্ঘদিনের পলাতক আসামিকে মুম্বাই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে নিয়ে এলো কৈলাসহরের ইরানি থানায়।
ঘটনার বিবরণে প্রকাশ আজ থেকে প্রায় এগারো বছর পূর্বে কদমতলা থানাতে আব্দুল মতিন নামে কৈলাসহরের ইরানি গ্রাম পঞ্চায়েতের এক যুবক প্রচুর পরিমাণে ফেনসিডিল নিয়ে ধরা পড়ে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে সে সৌদি আরবে চলে যায়। কদমতলা থানার পুলিশ ধর্মনগর আদালতে তার নামে এনডিপিএস দ্বারায় মামলা দায়ের করে। পরবর্তী সময় আব্দুল মতিন এর নামে ধর্মনগর দায়রা আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইরানি থানাকে আসামি গ্রেফতারের নির্দেশ দেয়। । ইরানি থানার পুলিশ আব্দুল মতিন এর বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তার নামে লোক আউট নোটিশ জারি করে। যে হেতু সে সৌদি আরবে পালায়ন করেছিল তাই দেশের আন্তর্জাতিক বিমানবন্দর গুলির ইমিগ্রেশনে আব্দুল মতিন কে আটক করার জন্য পুলিশ information দিয়ে রেখেছিল। গত ২০ ফেব্রুয়ারি আব্দুল মতিন যখন সৌদি আরব থেকে বোম্বাই এয়ারপোর্টে আসে তখন ইমিগ্রেশনে তাকে আটক করে ইরানি থানায় খবর পাঠায় ইরানি থানায় খবর আসামাত্র ইরানি থানার পুলিশ মুম্বাইতে গিয়ে আব্দুল মতিনকে ইরানি থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে ধর্মনগর দায়রা আদালতে সোপর্দ করা হয় । এ ব্যাপারে ইরানি থানার অফিসার ইনচার্জ এক প্রশ্নের উত্তরে বলেন বর্তমান যুগে কোন অপরাধী পালায়ন করে বাঁচতে পারবে না উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধীকে জালে তুলতে সক্ষম পুলিশ।

0
0 views